স্টাফ রিপোর্টার ।।
বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে সাইদুর রহমান (৩০)নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে।
মঙ্গলবার ভোরে বেনাপোলের রঘুনাথপুর সীমান্তের ওপারে ভারতের জয়ন্তীপুর এলাকায় এই ঘটনা ঘটে । সে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মৃত্যু নুর ইসলামের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন জানান, সাইদুর সহ কয়েকজন রঘুনাথপুর সীমান্তের মাঠ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় জয়ন্তীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সাইদুরের হাতে ও পিঠে গুলি লাগে। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় এ ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।