মিলন হোসেন : স্টাফ রিপোর্টার ।।
বেনাপোল চেকপোষ্টে থেকে ভারত থেকে আসা বাংলাদেশী এক পাসপোর্ট যাত্রীর নিকট থেকে হুন্ডির ৫ লাখ ৭৫ হাজার বাংলাদেশী টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি। এ সময় ওই যাত্রীকেও আটক করেছে। আটক আবু সাইদ খুলনার জঙ্গলিয়া গ্রামের হাসেম আলীর ছেলে।
মঙ্গলবার বেলা ১২ টার সময় বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে টাকাও মোবাইল ফোনসহ আটক করে বিজিব। ৪৯ বিজিব বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট যাত্রী আবু সাইদকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে তার কাছে থাকা ৫ লাখ ৭৫ হাজার বাংলাদেশী টাকা ও দুটি উন্নত মানের মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত পাসপোর্টযাত্রীকে হুন্ডি পাচরের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।