যশোরের চৌগাছার নারায়ণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন বৃহস্পতিবার। এ ওয়ার্ডের ৩ হাজার ২৬৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগে নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন। কারণ সনাতন পদ্ধতির পরিবর্তে এ উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। যা যশোর জেলায় প্রথম।
চৌগাছা উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রশিদ জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যশোরে এ উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের জন্য ২৮ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া ২১ ও ২২ জুলাই ওয়ার্ডের বিভিন্ন স্থানে ক্যাম্পেইন করে ইভিএমে কিভাবে ভোট দিতে হয়; সে বিষয়ে ভোটারদের অনুশীলনমূলক (মক) প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মক ভোট দিতে আসা আব্দুল আজিজ বলেন, যদি মেশিনে কোনো কারসাজি না থাকে তা হলে (ইভিএম) সিস্টেমটি খুবই ভালো।
নারায়ণপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী রেশমা বেগম ও নুর ইসলামের স্ত্রী হাজেরা বেগম বলেন, বিগত দিনে কয়েকটি ভোটে ভোটকেন্দ্রে এসেও আমি ভোট দিতে পারিনি। শুনছি এ পদ্ধতিতে একজনের ভোট অন্যজন দিতে পারেনা। যদি তাই হয় তাহলে পদ্ধতিটি ভালো। তিনি আরো বলেন, সঠিক ফলাফল নির্ধারণে এ পদ্ধতি পরিচালকদেরও সঠিকভাবে পরিচালনা করতে হবে।
উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার নাজিম উদ্দীন বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ৯ মে উক্ত ওয়ার্ডের সদস্য আশাদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। শূন্য পদের জন্য নির্বাচন কমিশন উপনির্বাচনের জন্য ২০ জুন তফসিল ঘোষণা করেন। এ নির্বাচনে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন টিউবওয়েল প্রতীকে ওহেদুজ্জামান, মোরগ প্রতীকে শহিদুল ইসলাম খোকন ও তালা প্রতীকে ইউসুফ আলী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho