Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

ছেলে ধরা গুজব আতঙ্কের বিষয়ে সচেতন করতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে  সচেতনতামূলক সভা। 

বার্তাকন্ঠ
জুলাই ২৫, ২০১৯ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধিঃঃ-

মৌলভীবাজার সদর উপজেলার আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয়ে ছেলে ধরা গুজব আতঙ্কের বিষয়ে সচেতন করতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক সভা করেছেন শেরপুর পুলিশ ফাঁড়ির এস আই সেলিম হোসেন রকি  বৃহস্পতিবার  ২৫ শে জুলাই ২০১৯ ইং বেলা  ১১টায়।    অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় ছেলে ধরা গুজব বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে সচেতনতা মুলক বক্তব্য রাখেন শেরপুর  পুলিশ ফাঁড়ির এস আই সেলিম হোসেন রকি ।এসময় তিনি বলেন, পদ্মা সেতু নির্মানে কারো কোন মাথা লাগবে না, এটি একটি গুজব, এই গুজবে কেউ কান দিবেন না, যদি কাউকে দেখে আপনাদের সন্দেহ হয়, তাহলে আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না যত দ্রুত সম্ভব পুলিশকে অবহিত করবেন।একটি কুচক্রীমহল দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করতে এবং দেশের মানুষের মধ্যে অশান্তি ও আতংক সৃষ্টির লক্ষেই  এধরনের গুজব ছড়িয়েছে। এসব গুজবের কারনে ইতিমধ্যে গন-পিটনিতে নিহতদের বিষয়ে তদন্ত করে ছেলে ধরার বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। তিনি,গুজবে বিভ্রান্তি না হয়ে সতর্ক থেকে গুজব সৃষ্টিকারীদের প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানান।

 এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, আজাদ বখ্ত  উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারী প্রাধান শিক্ষক  শিহাবুর রহমান   শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।