Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

বিয়ের আগেই যাদের অন্তঃসত্বা হওয়ার খবরে মজেছিল বলিউড

বার্তাকন্ঠ
জুলাই ২৫, ২০১৯ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী হাসান ।। সিটিও 

নতুন প্রেমে মজেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। বলিউডে জোর গুঞ্জন, অর্জুনের সেই প্রেমিকা এখন অন্তঃসত্বা। তবে অর্জুন রামপালের বর্তমান প্রেমিকাই একমাত্র নন, যে বিয়ের আগে অন্তঃসত্বা হয়েছেন, এই লিস্টে নাম আছে বলিউডের বেশ বিখ্যাত কিছু নায়িকার। বলিউডে কানঘুষো চলে যে, তারাও নাকি বিয়ের আগে অন্তঃসত্বা হয়ে গিয়েছিলেন।

বলিউড অভিনেত্রী শ্রীদেবী সম্পর্কে শোনা যায় বনি কাপুরকে বিয়ের আগেই তিনি প্রেগন্যান্ট হয়ে গিয়েছিলেন।
কঙ্কণা সেন শর্মা ও রণবীর শোরে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে নেন। তার কয়েকদিনের মধ্যেই শোনা যায় কঙ্কণা মা হতে চলেছেন। তাই বলিউডে গুজব চলে যে কঙ্কণা অন্তঃসত্বা হয়ে পড়েছিলেন বলেন বিয়েটা করে নিয়েছিলেন তাড়াতাড়ি। যদিও এ বিষয়ে কোনো দিনই কেউ মুখ খোলেননি।

এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরিও নাকি বিয়ের আগে প্রেগন্যান্ট হয়ে গিয়েছিলেন। সেতার বাদক রবি শঙ্করের মেয়ে অনুষ্কা শঙ্কর সম্পর্কেও কানাঘুষো চলে যে তিনিও নাকি বিয়ের আগে প্রেগন্যান্ট হয়ে পড়েছিলেন।

কমল হাসানের বউ সারিকা সম্পর্কেও বলা হয় যে বিয়ের আগে তিনি সন্তান সম্ভবা হয়ে গিয়েছিলেন। সেলিনা জেটলি সম্পর্কেও একই কথা শোনা যায়। এই তালিকায় রয়েছেন নেহা ধূপিয়াও।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।