Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

গুজব রুখতে জেলা পুলিশের কর্মসূচী

বার্তাকন্ঠ
জুলাই ২৫, ২০১৯ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

নজরুল ইসলাম ।। 

ছেলে ধরা গুজব ও গণপিটুনিরোধে জনসচেতনতার লক্ষ্যে যশোরে র‌্যালি, মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে এ র‌্যালিটি বের হয়।

র‌্যালির শুরুতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ ও পুলিশ সুপার মঈনুল হক। এরপর তাদের নেতৃত্বে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।

র‌্যালি থেকে গুজবে কান না দিতে আহবান জানানো হয়। একইসাথে গুজব রটিয়ে গণপিটুনি দিয়ে আহত বা হত্যা ফৌজদারী অপরাধ বলে- এমন কর্মকান্ড থেকে বিরত থাকতে ও পুলিশের সহায়তা নেওয়ার আহবান জানানো হয়।

র‌্যালিতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য বিভিন্ন ইউনিটের পুলিশিং কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। র‌্যালি শেষে জনসচেতনতার লক্ষ্যে শহরময় মাইকিং ও লিফলেট বিতরণ করেন পুলিশ সদস্যরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।