ছেলে ধরা গুজব ও গণপিটুনিরোধে জনসচেতনতার লক্ষ্যে যশোরে র্যালি, মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে এ র্যালিটি বের হয়।
র্যালির শুরুতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ ও পুলিশ সুপার মঈনুল হক। এরপর তাদের নেতৃত্বে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
র্যালি থেকে গুজবে কান না দিতে আহবান জানানো হয়। একইসাথে গুজব রটিয়ে গণপিটুনি দিয়ে আহত বা হত্যা ফৌজদারী অপরাধ বলে- এমন কর্মকান্ড থেকে বিরত থাকতে ও পুলিশের সহায়তা নেওয়ার আহবান জানানো হয়।
র্যালিতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য বিভিন্ন ইউনিটের পুলিশিং কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। র্যালি শেষে জনসচেতনতার লক্ষ্যে শহরময় মাইকিং ও লিফলেট বিতরণ করেন পুলিশ সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho