যশোরের সদর উপজেলার আহাদ জুট মিলে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের আক্কাস মোল্যার ছেলে মতিয়ার গাজী এবং একই উপজেলার মোসেলম গাজীর ছেলে কবির গাজী।
সহকর্মী নির্মাণ শ্রমিক রেজাউল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকালে জুটমিলের ঢালাইয়ের কাজ করছিলেন। ১০টার দিকে মতিয়ার স্ট্যান্ড ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুায়িত হন। এসময় মতিয়ারকে উদ্ধার করতে কবির গাজী এগিয়ে গেলে সেও বিদ্যুায়িত হয়। সহকর্মীরা এসময় ফ্যানের প্লাগ খুলে দিয়ে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার অমিয় কুমার দাশ তাদেরকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
জুটমিলের ম্যানেজার কামরুজ্জামান বলেন, বিদ্যুস্পৃষ্টে মতিয়ার হোসেন ও কবীর গাজীর মৃত্যু হয়েছে। তারা দুইজনে আহাদ জুটমিলে ঢালাইয়ের কাজ করছিলেন। বিদ্যুৎ স্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান যশোর কোতয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho