মিলন হোসেন : স্টাফ রিপোর্টার।।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ অস্ত্র,মাদক সহ একাধিক মামলার আসামি শাহজাহান নামে এক পাসপোর্ট যাত্রীকে ভারত যাওয়ার সময় আটক করেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় তাকে আটক করে।আটককৃত শাহজাহান কক্সবাজার জেলার টেকানাফ থানার লেংগোবিল গ্রামের জাফর আহম্মেদ এর ছেলে এবং সাবেক আলোচিত ইয়াবা সম্্রাট এমপি আব্দুর রহমান বদির ভাইয়ের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন এর সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম বলেন,তার নামে অস্ত্র মাদক সহ একাধিক মামলা রয়েছে। তার বিদেশ যাওয়া নিশেধাজ্ঞা রয়েছে।সে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় তাকে আটক করা হয়।তাকে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।
আটক শাহজাহান কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান থানা শ্রমিক লীগেরও সভাপতি।
বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন,তার পাসপোর্ট ব্লক ছিল তাই ইমিগ্রেশন আটক করে থানায় হস্তান্তর করেছে।সে কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাইপো। এছাড়া সে টেকনাফ থানার শ্রমিকলীগের সভাপতি।যশোর এর নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন,যদি কারো পাসপোর্টে বিদেশ গমনে বাধা থাকে তবে সে বিদেশ যেতে পারবে না।সে অনুযায়ী ইমিগ্রেশন পুলিশ আটক করেছে।#
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho