মেহেদী হাসান ।।
দই খেতে হয়তো অনেকেই পছন্দ করেন। গরমে দই খেলে শরীর যেমন সুস্থ থাকে তেমনই শরীরে পুষ্টি যোগায় দই। দই যে শুধুমাত্র শরীরের জন্য উপকারী তেমনটা নয়, দই রূপচর্চারও একটি অপরিহার্য উপাদান বটে।
চুল ও ত্বক পরিচর্যার জন্য দই খুব উপকারী।
অ্যান্টি এজিং ফেসিয়াল: প্রাচীনকাল থেকেই ত্বক পরিচর্যায় দই ব্যবহৃত হয়ে আসছে। দই ত্বককে ব্যাকটেরিয়া মুক্ত করে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে এবং ক্যালসিয়াম, ভিটামিন ডি ও প্রোটিন সরবরাহ করে ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে।
দই দিয়ে ফেসিয়াল করতে চাইলে প্রথমে ১/৪ চা-চামচ মুলতানি মাটি, ১/৪ চা-চামচ মধু, ১ চা-চামচ দই মেশান। মিশ্রণটি ত্বকে ভালো করে লাগিয়ে শুকনো পর্যন্ত অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।
চুলের কন্ডিশনার: দইয়ে থাকা ভিটামিন বি-ফাইভ এবং ডি চুলের সার্বিক স্বাস্থ্য ভালো রাখে। চুলে দই লাগিয়ে তিন মিনিট মালিশ করুন। মাথার ত্বক মসৃণ রাখতে সেখানেও মালিশ করুন এবং হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন।