সেলিম রেজা ।।
ভারতে পাচারকালে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে আজ শুক্রুবার সকলে ১ কেজি সোনার বার সহ এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভরতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের গাতিপাড়া সীমান্তে একটি ইজিবাইকে অভিযান চালিয়ে বাইকের বক্সের মধ্যে লুকানো অবস্থায় ১ কেজি সোনার বার সহ পাচারকারীকে আটক করা হয়।
আটক সোনা পাচারকারী কামাল হোসেন (৪০) বেনাপোলের দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে।
আটক সোনার মূল্য ৪৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটককৃতকে ব্যাপক জিঞাসা বাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল
পোটর্ থানায় একটি মামলা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।