মো: ইদ্রিস আলী ।।
ভারতের বিরুদ্ধে পুরাদস্তুর কিংবা সীমিত যুদ্ধে পেরে উঠবে না পাকিস্তান। এমনকি ছায়া যুদ্ধের সক্ষমতাও নেই ইসলামাবাদের। শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এমন দাবি করেছেন। গ্রেটার কাশ্মীরের খবরে এ তথ্য জানা গেছে।
এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন। ১৯৯৯ সালে কারগিলে নিহত সেনাদের স্মরণে শ্রদ্ধা নিবেদেন করেন লোকসভার স্পিকার ওম বিরলা।
পার্লামেন্টে কংগ্রেস নেতা আধীর রঞ্জন চৌধুরী বলেন, কারগিল যুদ্ধ নিয়ে এখানে আলোচনা করা দরকার। এদিকে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত হুশিয়ারি দিয়ে বলেছেন, যদি ভারতের সঙ্গে প্রতিবেশী পাকিস্তান যুদ্ধে লাগতে আসে, তবে তাদের পরাজিত হতে হবে। কাজেই তারা যেন ফের কোনো ভুল রোমাঞ্চে জড়াতে না আসে।
পাকিস্তানকে পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশটি যাতে নতুন কোনো যুদ্ধ লাগতে না আসে। আগামীতে এমন কোনো লড়াইয়ে আসলে ভয়াবহ পরাজয় অপেক্ষা করছে তাদের জন্য।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho