Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ২৭ জুলাই ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে বিজিবি ও মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত ও বিজিবির হাবিলদার গুরুতর জখম 

Shahriar Hossain
জুলাই ২৭, ২০১৯ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

নজরুল ইসলাম ।। 

বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে  আজ শনিবার ভোররাতে বিজিবি ও মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুক যুদ্ধে বাংলাদেশেী এক মাদক ব্যবসায়ী নিহত ও বিজিবির এক হাবিলদার গুরুতর জখম হয়েছে।

নিহত সুজন বেনাপোল কাগজ পুকুর গ্রামের মো: মোস্তফার ছেলে। গুরুতর আহত বিজিবি হাবিলদার আকমল হোসেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অগ্রভূলোট ক্যাম্পে কর্মরত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সকালে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমান ফেন্সিডিল ও ৩টি শক্তিশালী বোমা  উদ্ধার করেছে বিজিবি।

২১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উলাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ১০/১২ জনের একটি মাদক ব্যবসায়ীর দল ফেন্সিডিল নিয়ে ভারত সীমান্ত পার হয়ে অগ্রভুলোট সীমান্তে প্রবেশ করেছে। এমন ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের লক্ষ্যকরে কয়েকটি বোমা নিক্ষপ করলে আকমল হোসেন নামে এক বিজিবি’র হা্িবেলদার গুরুতর আহত হন। পরে বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ীদের লল্ক্ষ্য করে পাল্টা কয়েক রাউন্ড গুলি চালালে সুজন নামে এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনাস্থল থেকে ফেন্সিডিল ও ৩ টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। বোমা নিস্কৃয় করতে র‌্যাবের একটি বোমা ডিজপোজাল টিম ঘটনাস্থলে এসে তা নিসকৃয় করেছে। নিহত সুজনের লাশ যশোর সদর হাসপাতালে  প্রেরন  করা হয় ময়না তদন্তের জন্য।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
 
%d bloggers like this: