কালপদ দাস : কোলকাতা ব্যুরো ।।
গণপিটুনি ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছিলেন দেশের ৪৯ বিদ্ধজ্জন। এবার তাঁদের বিরুদ্ধেই ‘দেশদ্রোহিতার’ অভিযোগ এনে মামলা করা হল বিহার আদালতে। আবেদনকারী সুধীর কুমার ওঝা, পেশায় আইনজীবী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নে ব্যাঘাত ঘটানো এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছেন ওই বিদ্বজ্জনেরা। তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহিতা, ধর্মীয় ভাবাবেগে আঘাত, দেশের অখণ্ডতা ক্ষুন্ন করা-সহ একাধিক অভিযোগে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়। পাশাপাশি তিনি এই মামলায় সাক্ষী হিসাবে কঙ্গনা রানাওয়াত, মধুর ভাণ্ডারকর, বিবেক অগ্নিহোত্রীদের নাম উল্লেখ করেন। আগামী ৩ অগস্ট এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, দেশের সাম্প্রদায়িক কিছু ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন অপর্ণা সেন, কৌশিক সেন, শ্যাম বেনেগাল, অনুরাগ কাশ্যপ, আদুর গোপালকৃষ্ণন, মণি রত্নম, রামচন্দ্র গুহ-সহ ৪৯ বিদ্বজ্জন। জয় শ্রীরাম স্লোগান দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে বলে ওই চিঠিতে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। এরপরই তাঁদের বিরুদ্ধে সমালোচনায় সরব হন একাংশ। পাল্টা প্রধানমন্ত্রীকে চিঠি দেন সমাজের বিশিষ্টজনেরা। এনাদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাওয়াত, প্রসূন জোশী, মধুর ভাণ্ডারকর, বিবেক অগ্নিহোত্রী-সহ ৬১ বিশিষ্টজন। অপর্ণাদের একহাত নিয়ে তাঁদের কটাক্ষ, বিশেষ ক্ষেত্রে প্রতিবাদ, অপব্যাখ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। তাঁরা এমন কিছু ঘটনা উল্লেখ করে প্রশ্ন তোলেন, অপর্ণা সেনারা কেন এ বিষয়ে মুখ খোলেননি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho