Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১রবিবার , ২৮ জুলাই ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

জলসা ঘর কে প্রেম করতে দেবে না কৃতিকে!

বার্তাকন্ঠ
জুলাই ২৮, ২০১৯ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সম্রাট আকবর ।। 

বলিউডে প্রেম ভাঙা-গড়া চলতেই থাকে। কারো সাথে এক সময়ের প্রেম এক সময়ে শুধু বন্ধুত্ব হয়ে দাঁড়ায়। কিন্তু কোনো নায়ক যে অন্য নায়িকাকে প্রেমই করতে দেবে না এমন কথা এই প্রথম বুঝি শোনা গেল।
তাদের প্রথম বড় পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল রোহিত শেটির ছবি দিলওয়ালে-তে। তবে সেই ছবিতে বরুণ শর্মা এবং কৃতি স্যানন একে অপরের বিপরীতে কাজ করেননি। সেই ট্রেন্ড ভাঙবে তাদের আগামী ছবি অর্জুন পাটিয়ালা-তে।

তবে সহকর্মী হিসেবে কেমন বরুণ? উত্তরে হেসে কৃতি বলেন, বরুণ শর্মা আমাকে নিয়ে প্রোটেক্টিভ। ও আমাকে অন্য কারও সঙ্গে ডেট করতে দেবেই না।

তাহলে অন্য কারো সাথে প্রেমকরতে না দিলে কি বরুণের সঙ্গেই এখন সম্পর্কে রয়েছেন কৃতি? এবার এই নায়িকা বললেন ভবিষ্যতে যদি তিনি কাউকে ডেট করেনও তার খবর কেউ জানবে না।

কারণ ব্যক্তিগত জীবনের কথা সবাইকে বলায় একেবারেই বিশ্বাসী নন তিনি। কোনো অপরিচিত তার সম্পর্ক নিয়ে কথা করবেন তা একেবারেই পছন্দ নয় কৃতির। কৃতি ও বরুণ ছাড়াও এই ছবিতে রয়েছেন পাঞ্জাবের সুপারস্টার এবং সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।