শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে একজন হত্যা

মেহেদী হাসান  ::

মৌলভীবাজারের জুড়ীতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাবাওছেলে মিলে
পিটিয়ে হত্যা করেছে অর্জুন ভর (৬৫) নামে এক চা শ্রমিককে। ঘটনাটি ঘটেছ জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় চা বাগানের খাসকিতা এলাকায় বুধবার সকালে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে চা শ্রমিক অর্জুন ভর ও পার্শ্ববর্তী চা শ্রমিক স্বপন ভর (৫০) মারামারিতে জড়িয়ে পড়েন। পরে স্বপন ভরের ছেলে বিশ্বজিৎ ভর (২৫) লাঠি দিয়ে অর্জুনকে কয়েকটি আঘাত করেন। এসময় ঘটনাস্থলেই অর্জুন ভরের মৃত্যু হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা স্বপন ভর ও বিশ্বজিৎ ভরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ভাড়া গাড়ীতে প্রেসের স্টিকার, ১৫ হাজার টাকা জরিমানা

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে একজন হত্যা

প্রকাশের সময় : ১১:১৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯

মেহেদী হাসান  ::

মৌলভীবাজারের জুড়ীতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাবাওছেলে মিলে
পিটিয়ে হত্যা করেছে অর্জুন ভর (৬৫) নামে এক চা শ্রমিককে। ঘটনাটি ঘটেছ জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় চা বাগানের খাসকিতা এলাকায় বুধবার সকালে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে চা শ্রমিক অর্জুন ভর ও পার্শ্ববর্তী চা শ্রমিক স্বপন ভর (৫০) মারামারিতে জড়িয়ে পড়েন। পরে স্বপন ভরের ছেলে বিশ্বজিৎ ভর (২৫) লাঠি দিয়ে অর্জুনকে কয়েকটি আঘাত করেন। এসময় ঘটনাস্থলেই অর্জুন ভরের মৃত্যু হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা স্বপন ভর ও বিশ্বজিৎ ভরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বলেও জানান তিনি।