রক্ষণশীল পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি অভিনয়ের জগতে এসেছিলেন। বেশ কিছু ছবিতে অভিনয়ের সুবাদে পরিচিতি এবং খ্যাতিও পেয়েছিলেন। কিন্তু সে সবই অঞ্জলা জাভেরির জীবনে বেশি দিন স্থায়ী হয়নি। যে রকম ধূমকেতুর গতিতে এসেছিলেন, সে রকমই তাঁর বিদায় ইন্ডাস্ট্রি থেকে। অঞ্জলার নাম আজ বিস্মৃত দর্শকমনে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।