
মনিরুল আলম মিশর ।।
যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের নজর আলীর ছোট ছেলে বাবু (২৩) গতকাল শার্শা থানার গোগা সীমান্তে নিহত হয়েছেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তা তদন্ত করে দেখছে পুলিশ। বিষয়টা নিয়ে প্রশাসনও অনেক তৎপর । আসামী গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে এবং একজন আসামী ইতিমধ্যে গ্রেফতারও হয়েছে। আজ দুপুর ১২ টায় নিহত বাবুর লাশ নিয়ে ঝিকরগাছায় বাজারে থানা ছাত্রলীগ ও যুবলীগ প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। অবিলম্বে তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে।