Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ২ আগস্ট ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে শাকিব-বুবলীর রোমান্স

বার্তাকন্ঠ
আগস্ট ২, ২০১৯ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আলেয়া খাতুন বৃস্টি ।। 

আসন্ন ঈদে মুক্তির জন্য প্রস্তুত জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি। ছবিটিতে শাকিব-বুবলীর প্রেম দেখবেন দর্শক। সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে শাকিব-বুবলী জুটির এই ছবি।

জাকির হোসেন রাজু সাংবাদিকদের জানান, ছবিটি প্রেমনির্ভর নয়, গল্পনির্ভর, যেখানে সবাই আমাদের সমাজের কিছু চিত্র দেখতে পাবে।  তিনি বলেন, সমাজের চার পাশে তাকালে দেখা যাবে অরাজকতা- অসভ্যতা। যারা অরাজকতা করছে তারা আমাদের সমাজেরই মানুষ। তাই আমার মনে হয়েছে আমরা কোথাও মনের মতো মানুষ পাচ্ছি না। তাই ছবির এমন নামকরন।

ছবিটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটির গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও গাজী মাজহারুল আনোয়ার। দুটি গানেরই দৃশ্যায়ন হয়েছে তুরস্কে। সিনেমাটি প্রযোজনা করছে দেশ বাংলা মাল্টিমিডিয়া ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।