বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দার ৫০ বছর বয়সে আবারও বিয়ে করেছিলেন। মায়ের ইচ্ছা পূরণ করতে দ্বিতীয় বিয়ে করছেন বলে এক টিভি শোতে জানিয়েছেন এই নায়ক। গত শনিবার ভারতের জনপ্রিয় টিভি শো ‘আপ কি আদালত’- সেই বিয়ের গল্প শুনিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। এই শোতে রজত শর্মা গোবিন্দকে জিজ্ঞেস করেন, ৫০ বছর বয়সে কেন আবারও বিয়ে করেছিলেন? উত্তরে গোবিন্দ বলেন, মায়ের ইচ্ছেতেই সুনীতা আহুজাকে বিয়ে করেন তিনি।
মা কুসংস্কার ও জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন উল্লেখ করে গোবিন্দ বলেন, মা কুসংস্কার ও জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন। তিনি এর কারণও ব্যাখ্যা করেছেন।তাই মায়ের আদেশ পালন করতেই সুনীতাকে পুনরায় বিয়ে করেন। গোবিন্দ বলেন, সুনীতাকে বিয়ের পর অনেকেই বলেছিলেন তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তবে আমার ক্ষেত্রে তা হয়নি। বরং ক্যারিয়ারে সাফল্য এসেছে। সব মিলিয়ে দুই সন্তানকে নিয়ে সুখেই আছেন এই দম্পতি।
শেষ যে দু’বার গোবিন্দাকে রুপোলি পর্দায় দেখা গিয়েছিল, তার মধ্যে একটি ছিল ডেভিড ধাওয়ানের ‘পার্টনার’। সালমান খানের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি। প্রায় এক যুগ পরে গত বছর ‘ফ্রাইডে’ সিনেমা দিয়ে আবারও রুপালী পর্দায় ফিরেন বলিউডের কমেডিয়ান অভিনেতা গোবিন্দ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho