রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কীভাবে মারা গেছেন বিন লাদেনের ছেলে?

প্রফেসর জিন্নাত আলী।।

জঙ্গি গোষ্ঠী আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন নিহত হয়েছেন বলে একদিন আগে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। কিন্তু তখন বলা হয়নি কীভাবে তাকে মারা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এখন বলছে, বিমান হামলায় তাকে মারা হয়েছে।

শুধু এতটুকুই জানতে পেরেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি। ঠিক কবে, কোথায় তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি গোয়েন্দারা। হামজাকে ধরার জন্য কয়েক বছর ধরে উঠেপড়ে লেগেছিল আমেরিকা। তাকে ধরিয়ে দিলে ১ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ারও ঘোষণা আসে মার্কিন প্রশাসনের কাছ থেকে।

ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, হামজা আমেরিকার জন্য হুমকি ছিল। বাবার হত্যার প্রতিশোধ হিসেবে গত কয়েক বছরে হামজা একাধিকবার অডিও ও ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের ওপরে হামলার আহ্বান জানান তার অনুসারীদের।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে এক অভিযানে বিন লাদেনকে হত্যা করে মার্কিন কমান্ডো বাহিনী। ২০০১ সালের সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ বিমান হামলায় প্রায় তিন হাজার লোক নিহত হয়। হামলার জন্য ওসামা বিন লাদেন ও আল কায়েদাকে দায়ী করে যুক্তরাষ্ট্র।

হামজার বয়স এখন আনুমানিক ৩০ বছর ধরা হয়। দুই বছর আগে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে মার্কিন প্রশাসন। তিনি বিয়ে করেন যুক্তরাষ্ট্রে ওয়ান ইলেভেন হামলার চার বিমানের একটির ছিনতাইকারী মোহাম্মদ আত্তার মেয়েকে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

কীভাবে মারা গেছেন বিন লাদেনের ছেলে?

প্রকাশের সময় : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯

প্রফেসর জিন্নাত আলী।।

জঙ্গি গোষ্ঠী আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন নিহত হয়েছেন বলে একদিন আগে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। কিন্তু তখন বলা হয়নি কীভাবে তাকে মারা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এখন বলছে, বিমান হামলায় তাকে মারা হয়েছে।

শুধু এতটুকুই জানতে পেরেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি। ঠিক কবে, কোথায় তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি গোয়েন্দারা। হামজাকে ধরার জন্য কয়েক বছর ধরে উঠেপড়ে লেগেছিল আমেরিকা। তাকে ধরিয়ে দিলে ১ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ারও ঘোষণা আসে মার্কিন প্রশাসনের কাছ থেকে।

ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, হামজা আমেরিকার জন্য হুমকি ছিল। বাবার হত্যার প্রতিশোধ হিসেবে গত কয়েক বছরে হামজা একাধিকবার অডিও ও ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের ওপরে হামলার আহ্বান জানান তার অনুসারীদের।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে এক অভিযানে বিন লাদেনকে হত্যা করে মার্কিন কমান্ডো বাহিনী। ২০০১ সালের সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ বিমান হামলায় প্রায় তিন হাজার লোক নিহত হয়। হামলার জন্য ওসামা বিন লাদেন ও আল কায়েদাকে দায়ী করে যুক্তরাষ্ট্র।

হামজার বয়স এখন আনুমানিক ৩০ বছর ধরা হয়। দুই বছর আগে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে মার্কিন প্রশাসন। তিনি বিয়ে করেন যুক্তরাষ্ট্রে ওয়ান ইলেভেন হামলার চার বিমানের একটির ছিনতাইকারী মোহাম্মদ আত্তার মেয়েকে।