মামুন বাবু ।।
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরে ১ হাজার ফলদ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করেছে জেলা যুবমহিলা লীগ।
শুক্রবার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
শহরের গাড়িখানায় চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগস্ট বাঙালি জাতির শোকের মাস। এ মাসের ১৫ তারিখে আমরা হারিয়েছি আমাদের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহামুদ বিপুল, শহর আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, কামাল হোসেন, যুবলীগ নেতা জাহিদুর রহমান লাবু, শহর যুবলীগের আহবায়ক মাহামুদ হাসান মিলু, স্বেচ্ছাসেবকলীগ নেতা লুৎফুল কবীর বিজু প্রমুখ।
নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা খুশি, যুবমহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা টুটুল লাকি, সাংগঠনিক সম্পাদক রিনি খাঁন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho