Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ৩ আগস্ট ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজনকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান —

বার্তাকন্ঠ
আগস্ট ৩, ২০১৯ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ।। বেনাপোল
দু’দেশের ব্যবসা বানিজ্যে বিশেষ অবদানের জন্য অগ্রণী ভূমিকা পালন করায় বেনাপোল সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজনকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড দিয়েছেন সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরাম।
গতকাল সংগঠনটির কেšদ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। সংগনের সভাপতি আফসার উদ্দিন তার হাতে এই পদক তুলে দেন। মাদার তেরেশা এ্যাওয়ার্ড পাওয়ায় তাকে বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও ব্যবসায়ীক সংগঠনগুলো অভিনন্দন জানিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।