
দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বয়স ৪৫ পেরিয়েও যিনি নায়িকা হিসেবে সমানে কাজ করছেন বাংলাদেশ ও কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দুই জায়গা থেকেই জিতেছেন জাতীয় পুরস্কার। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপক জনপ্রিয় এই তারকা। ফেসবুকে তিনি যা শেয়ার করেন মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
সেই ধারাবাহিকতায় এবার হাফ প্যান্ট পরে ভাইরাল হলেন জয়া আহসান। গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে নায়িকা অফ হোয়াইট হাফ প্যান্ট ও সাদা শার্টে ফটোশুটের দুটি ছবিটি শেয়ার করেন। সে ছবি নজরে আসতেই একের পর এক পড়তে থাকে লাইক ও কমেন্ট। কাজেই সময় নেয়নি ভাইরাল হতেও।
৪৬ বছর বয়সী জয়াকে সাধারণত শাড়িতেই বেশি দেখা যায়। কিন্তু ওয়েস্টার্ন পোশাকেও যে তিনি সমান দৃষ্টিনন্দন, তা হাফ ফ্যান্ট ও শার্ট পরা ছবি দিয়েই বুঝিয়ে দিয়েছেন। শেয়ার করা দুটি ছবি দিয়ে নিজের আগের চেনা রূপটাকে যেন ভেঙে দিতে চাইলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
জয়া কলকাতার ছবিতে সর্বশেষ অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘কণ্ঠ’ ছবিতে। এই ছবিতে তাকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়া কলকাতার আরও তিনটি ছবি রয়েছে তার হাতে। সেগুলোতে অভিনয়ের বিষয় চূড়ান্ত করতে গত মাসে কলকাতায় গিয়েছিলেন জয়া। বর্তমানে তিনি ঢাকায় রয়েছেন।
এদিকে বাংলাদেশে জয়া সদ্য শেষ করেছেন ‘অলাতচক্র’ ছবির কাজ। জনপ্রিয় লেখক আহমেদ ছফার ‘অলাতচক্র’ গল্প অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে ছবিটি। এটিকে লেখক আহমেদ ছফার বায়োপিক বলছেন অনেকে। যেখানে রয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নানা ঘটনা। সরকারি অনুদানের এ ছবির প্রযোজকও জয়া।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho