রাশেদুর রহমান রাসু ।। বিশেষ প্রতিনিধি।।
মাননীয় জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের উদ্যেগে ডেংগু সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয় বন্দর নগরী বেনাপোলে । সহযোগিতায়- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এই লিফলেট বিতরন করেন।
শেখ রাসেল ও জাতীয় শিশু-কিশোর পরিষদ ও এতে অঙশ গ্রহন করেন। বিভিণ্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বাজারে বিভিণ্ন ব্যবসা প্রতিষ্ঠানে লফিলেট বিতরন করা হয়।
এছাড়া উক্ত গণসচেতনতা মূলক কাজে উপস্থিত ছিলেন মোঃফারুক হোসেন উজ্জল, সত্যজিৎ দত্ত, কামরুজ্জামান তরু,ইমাদুল বিশ্বাস, কবির হোসেন ভূঁইয়া ,হারুনুর রশীদ, নাজমুল ইসলাম,
মোঃ আওয়াল হোসেন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শার্শা উপজেলা ছাত্রলীগ, গাজিপুর প্রত্যয় ক্লাব, মাসুদ রানা, মাহবুব রুবেল, শাহিন, তানভীর সহ প্রমূখ। এসময় তারা বেনাপোল পৌরসভা, বেনাপোল কলেজ, মহিলা মাদ্রাসা, এম ইউ সিনিয়র মাদ্রাসা, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধের নির্দেশিকা বিতরণ করে থাকেন।