স্টাফ রিপোর্টার ।।
বেনাপোল’র বাইপাস সড়ক এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩শ’ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- বেনাপোল পোর্ট থানাধীন দিঘিরপাড় গ্রামের নুর ইসলামের ছেলে মিলন হোসেন (২৮) একই এলাকার হোসেন আলীর ছেলে সোহাগ হোসেন (৩০)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ আলমগীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এএসআই) দেলোয়ার ও (এএসআই)শাহীন ফরহাদ বেনাপোল পোর্ট থানাধীন দিঘির পাড় গ্রামের বাইপাস সড়কে অভিযান চালিয়ে মিলন ও সোহাগকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল ও ৩শ’ গ্রাম গাঁজা পাওয়া যায়। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে আগামী কাল সোমবার যশোর আদালতে পাঠানো হবে।