মৌলভীবাজার প্রতিনিধিঃঃ-
মৌলভীবাজারের রাজনগরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা।
রবিবার দুপুরে মৌলভীবাজার রাজনগর উপজেলা চত্বরে ফলদ বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ। এ সম তিনি বলেন
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদেরকে পরিবেশ বান্ধব বৃক্ষ লাগাতে হবে। হাওর, নদী, খাল-বিল রক্ষায় সকলকে সচেতন ও উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি আক্তারের সভাপতিত্বে এ সময় আরোও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিছবাহুদ্দোজা ভেলাই, ইউপি চেয়ারম্যান মিলন বখতসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তারা ।