স্টাফ রিপোর্টার।।
যশোরে বজ্রপাতে শাহিন হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহীন হোসেন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন এর বাজেট দুর্গাপুর গ্রামের মশিউর রহমানের ছেলে নিহতের পিতা মসিউর রহমান জানান।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে দুর্গাপুর মাঠে ডিপ টিউবলের পানি দেয়ার জন্য যায়।
এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে সকাল ৯ টার দিকে তার মৃত্যু ঘোষণা করে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সফিউল্লাহ সবুজ বলেন হাসপাতালে আনার সাথে তার মৃত্যু হয়েছে।
যশোর দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বজ্রাঘাতে শাহিনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।