মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে সচেতনতামুলক র্যালী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ( ৬ আগস্ট) । নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি, ডেঙ্গুতে আর নয় ভয়, প্রতিরোধে হবে জয়, কোন প্রকার গুজবে কান দিবেন না। এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার পুলিশ সুপার মো: ফারুক আহমেদ পিপিএম (বার) এর নেতৃত্বে অনুষ্ঠিত গণসচেতনতামুলক র্যালীতে অংশ গ্রহণ করেন- মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পৌর মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামলীগের সহ-সভাপতি আজমল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি। র্যালীটি পুলিশ সুপারের কার্যালয় থেকে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন- আমরা একটু সচেতন হলেই আমার ডেঙ্গু থেকে থেকে রক্ষা পাবে। এজন্য আমাদের বাড়ির আঙ্গিনা, পাশের ডোবা, ফুলের টব, যেখানে পানি জমে থাকে তা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এতে এডিস মশা নিধন হবে। এছাড়া একইদিনে জেলা পুলিশের আওতাধীন ৭ টি থানার আয়োজনে নিজ নিজ এলাকাতেও অনুরূপ অভিযান ও র্যালী অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho