মৌলভীবাজার প্রতিনিধি-ঃ
আদিবাসী ভাষা চর্চা সংরক্ষণে এগিয়ে আসুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে কুলাউড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন (কুবরাজ) এর আয়োজনে ৬ আগস্ট মঙ্গলবার দুপুরে লক্ষীপুর মিশন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীদের মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে কুলাউড়া এলাকায় আদিবাসী ভাষা ও সংস্কৃতি একাডেমি প্রতিষ্ঠা করতে হবে, যাতে আদিবাসী শিশুরা একাডেমীতে আদিবাসী ভাষা চর্চা, সংরক্ষণ ও বিকাশের চর্চা করতে পারে। ৫টি আদিবাসী ভাষায় প্রাথমিক স্তর পর্যন্ত পাঠ্যপুস্তক প্রণয়ন ও শিক্ষা কার্যক্রম চালু হয়েছে, কিন্তুু কোথাও পৃথকভাবে আদিবাসী শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। অবিলম্বে বিশেষ ব্যবস্থায় আদিবাসী শিক্ষক নিয়োগের প্রদক্ষেপ গ্রহণ করা। শিক্ষার মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আদিবাসীদের শিক্ষা বিস্তারে বিশেষ বাজেট বরাদ্দ রাখতে হবে। সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানের জন্য অবিলম্বে ভূমি কমিশন গঠন করা, আদিবাসীদের ঐতিহ্যগত ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি প্রদান করা, মৌলভীবাজার জেলার ঝিমাই, পাল্লাতল ও নাহার খাসিয়া পুঞ্জির খাসিয়াদের ভূমি অধিকার নিশ্চিত করা, চা-বাগানে বাগান কর্তৃক পুঞ্জি এলাকার গাছ কাটা বন্ধ করা, আদিবাসীদের উপর সাম্প্রদায়িক আক্রমণ, মিথ্যা মামলা, হুয়রানি ও অপ্রচার বন্ধ করা, আদিবাসী নারীসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া জাতিসংঘ ঘোষিত ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করার আহবানসহ ১০ দফা দাবি জানানো হয়।
অনুষ্ঠানে আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন (কুবরাজ) এর সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে ও কুলাউড়া আদিবাসী নারী উন্নয়ন ফেডারেশনের সভানেত্রী মনিকা খংলার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, লক্ষিপুর মিশনের পাল পুরোহিত ফাদার বাওয়েল ভ্যালেন্টাইন তালাং, আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং, স্থানীয় ইউপি সদস্য সিলভেষ্টার পাঠাং, কারিতাসের সক্ষমতা প্রকল্পের জেপিও প্রকাশ চন্দ্র সরকার। কিনোট পেপার উপস্থাপন করেন আইপিডিএসের প্রকল্প সমন্বয়কারী অরিজেন খংলা। স্বাগত বক্তব্য দেন লক্ষিপুর মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার সুধীর গমেজ। অনুষ্ঠানের শুরুতে আদিবাসী জাতীয় সঙ্গীত পরিবেশন করেন লক্ষিপুর মিশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।