Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ৯ আগস্ট ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

যশোরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ব্যবস্থা নেয়া হয়েছে —মেয়র জহিরুল চাকলাদার রেন্টু

বার্তাকন্ঠ
আগস্ট ৯, ২০১৯ ৭:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

রোকনুজ্জামান রিপন ।। 

এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয় বিষয় নিয়ে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন যশোর পৌর মেয়র জহিরুল চাকলাদার রেন্টু। গতকাল বৃহস্পতিবার বেলা বারোটায় পৌর সভার সভাকক্ষে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু ও সিভিল সার্জন দিলীপ কুমার।
মতবিনিময়ে মেয়র জানান, মশা নিধনের জন্য পৌর এলাকার সরকারি ও বেসরকারি ৮২টি স্কুল ও মাদ্রাসায় মশা মারার জন্য ওষুধ স্প্রে করা হয়েছে। ৪৮জন শ্রমিক নিয়োগ করে যশোর জেনারেল হাসাপাতালের ভেতরের সব ঝোঁপঝাঁড় পরিস্কার করা হয়েছে। সেই সাথে হাসাপাতালে দুই দফায় মশা মারার ওষুধ স্প্রে করা হয়েছে। মশক নিধনের জন্য পৌরসভার নয়টি ওর্য়াডের সব ড্রেনে স্প্রে করা হয়েছে।
এদিকে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক প্রচার প্রচারণার অংশ হিসেবে ৫ হাজার লিফলেট বিতরণ, পৌর এলাকার ১২১ মসজিদে খতিবদের মাধ্যমে জুম্মার নামাজের সময় বয়ানের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি স্থানীয় দৈনিক পত্রিকায় সপ্তাহব্যাপী সচেতনমূলক বিজ্ঞপ্তি প্রচার ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতামূলক দুইটি করে উঠান বৈঠক করা হয়েছে। এছাড়া যশোর সিটি ক্যাবলে সচেতনমূলক গণবিজ্ঞপ্তি প্রচার অব্যাহত রয়েছে বলে মতবিনিময় সভায় জানানো হয়।
মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, তথ্য উপাত্ত সংরক্ষণ, পর্যবেক্ষন ও অগ্রগতি মূল্যায়নে ‘কন্ট্রোল রুম’ পরিচালনা করা হবে।
সিভিল সার্জন দিলীপ কুমার রায় বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবার আগে নিজেদের সচেতন হতে হবে। বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঈদে ডেঙ্গু রোগীর চাপ বাড়তে পারে। সেই হিসেবে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সভায় উল্লেখযোগ্য কর্মপরিকল্পনা ও করণীয় প্রসঙ্গে মতামত উপস্থাপন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক আহসান কবীর বাবু, কবি ও সাংবাদিক ফখরে আলম, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তৌহিদ জামান, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায় প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।