Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ৯ আগস্ট ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নারী ক্রিকেটারদের ঈদে ছুটি নেই

বার্তাকন্ঠ
আগস্ট ৯, ২০১৯ ৭:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

মামুন বাবু ।। 

দক্ষিণ আফ্রিকা সফরে ভালোই সাফল্য নারী ক্রিকেটারদেরদক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন নারী ক্রিকেটাররা। তবে ঈদের ছুটি পাচ্ছেন না তারা। ৩১ আগস্ট স্কটল্যান্ডে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। এই টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার মিরপুর ক্রিকেট একাডেমিতে শুরু হচ্ছে মেয়েদের প্রস্তুতি ক্যাম্প। ঈদের মধ্যেও একাডেমিতে থাকতে হবে সালমা-রুমানাদের।

ইমার্জিং দল নামে খেললেও দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার খেলেছেন। প্রোটিয়াদের মাটিতে মেয়েদের সাফল্য ভালোই। টি-টোয়েন্টি সিরিজে হেরে গেলেও ওয়ানডে সিরিজ জিতেছে লাল-সবুজ দল।

নারী ক্রিকেট দলের মেন্টর নাজমুল আবেদীন ফাহিম জানালেন ব্যস্ত সূচির কথা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সংবাদ মাধ্যমকে বললেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। ক্যাম্প চলার সময়েই ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ‍দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে মেয়েরা। এখানে ক্যাম্প শেষে ১৫ আগস্ট নেদারল্যান্ডসের পথে রওনা হবে দল। সেখানে ১০ দিনের আবাসিক ক্যাম্প হবে, পাশাপাশি চারটি প্রস্তুতি ম্যাচ খেলবো আমরা।’

এমন ব্যস্ত সূচি নিয়ে অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদের মন্তব্য, ‘আমাদের কাজ হলো ক্রিকেট খেলা। সামনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব, তাই পরিশ্রম করতেই হবে। ঈদের ছুটিতেও আমরা প্রস্তুতি ম্যাচ খেলবো।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।