Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ৯ আগস্ট ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

টানা ৯ দিনের ছুটির কবলে বেনাপোল বন্দর

বার্তাকন্ঠ
আগস্ট ৯, ২০১৯ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মো: ইদ্রিস আলী।।

আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দর ফাঁকা হয়ে গেছে। গতকাল শেষ কর্মদিবস’র দুপুরের আগেই কর্মকর্তা ,কর্মচারী ও ব্যবসায়ীরা কর্মস্থল ছেড়ে চলে গেছে।ঈদের পর একদিন কর্মদিবসে ছুটি ম্যানেজ করে টানা নয় দিনের ছুটি নিয়েছেন অনেকেই। ফলে ঈদের তিন দিনের ছুটি সাপ্তাহিক ছুটিসহ পাঁচ দিন এবং আর এক দিন ছুটি নিলে তা নয় দিনে পৌঁছাচ্ছে। আজ শুক্রুবার সকাল থেকে দু দেশের মধ্যে বন্ধ হয়ে গেছে আমদানি রফতানি বানিজ্য্।

ঈদের আগে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর থেকে মঙ্গলবার পর্যন্ত ঈদের ছুটি। এই টানা পাঁচ দিনের ছুটির পর থাকছে বুধবারের কর্মদিবস। তবে ছুটির পরে ১৪ আগস্ট এক দিন খোলা থাকলেও পরদিন পরদিন বৃহস্পতিবার জাতীয় শোক দিবসের ছুটি। ফলে বুধবারের খোলার দিন বাদ দিলে এই ছুটি গড়াবে নয় দিনে।

বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিনি ৪’শ থেকে ৫’শ ট্রাক মালামাল আমদানি হয় ভারত থেকে। প্রতিদিন ২৫ কোটি টাকার রাজাস্ব আদায় হয় এই বন্দর থেকে। একদিন বন্ধে সরকারকে ২৫ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হত হয়।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার উওম চাকমা বলেন, যদিও আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকছে তারপরও দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল চেকপোস্ট এ যারা কর্মরত আছেন তাদের পরিবর্তে ভিন্ন ধর্মালম্বিদের দিয়ে ডিউটি করানো হচ্ছে। তারাই কাস্টমস, বন্দর ও চেকপোস্টের বিভিন্ন সরকারী দায়িত্ব পালন করবেন।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।