
আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দর ফাঁকা হয়ে গেছে। গতকাল শেষ কর্মদিবস’র দুপুরের আগেই কর্মকর্তা ,কর্মচারী ও ব্যবসায়ীরা কর্মস্থল ছেড়ে চলে গেছে।ঈদের পর একদিন কর্মদিবসে ছুটি ম্যানেজ করে টানা নয় দিনের ছুটি নিয়েছেন অনেকেই। ফলে ঈদের তিন দিনের ছুটি সাপ্তাহিক ছুটিসহ পাঁচ দিন এবং আর এক দিন ছুটি নিলে তা নয় দিনে পৌঁছাচ্ছে। আজ শুক্রুবার সকাল থেকে দু দেশের মধ্যে বন্ধ হয়ে গেছে আমদানি রফতানি বানিজ্য্।
ঈদের আগে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর থেকে মঙ্গলবার পর্যন্ত ঈদের ছুটি। এই টানা পাঁচ দিনের ছুটির পর থাকছে বুধবারের কর্মদিবস। তবে ছুটির পরে ১৪ আগস্ট এক দিন খোলা থাকলেও পরদিন পরদিন বৃহস্পতিবার জাতীয় শোক দিবসের ছুটি। ফলে বুধবারের খোলার দিন বাদ দিলে এই ছুটি গড়াবে নয় দিনে।
বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিনি ৪’শ থেকে ৫’শ ট্রাক মালামাল আমদানি হয় ভারত থেকে। প্রতিদিন ২৫ কোটি টাকার রাজাস্ব আদায় হয় এই বন্দর থেকে। একদিন বন্ধে সরকারকে ২৫ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হত হয়।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার উওম চাকমা বলেন, যদিও আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকছে তারপরও দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল চেকপোস্ট এ যারা কর্মরত আছেন তাদের পরিবর্তে ভিন্ন ধর্মালম্বিদের দিয়ে ডিউটি করানো হচ্ছে। তারাই কাস্টমস, বন্দর ও চেকপোস্টের বিভিন্ন সরকারী দায়িত্ব পালন করবেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho