বাজার থেকে শাকসবজি-ফলফলাদি কিনে এনেই একসঙ্গে ফ্রিজে ভরে রাখেন অনেকে। কিন্তু সবকিছু একসঙ্গে রাখতে গেলে বাঁধতে পারে বিপত্তি। নানা ধরনের গ্যাস উৎপন্ন করে স্বাস্থ্যের জন্য ক্ষতি ডেকে আনে।
টাইমস অব ইন্ডিয়া এ নিয়ে প্রকাশ করে একটি প্রতিবেদন। আসুন জেনে নিই, কোন কোন জিনিস একসঙ্গে ফ্রিজে রাখতে নেই।
শসা : অন্য কোনো কিছুর সঙ্গে শসা রাখা ঠিক নয়। তরমুজ, কলা বা টমেটোর সঙ্গে শসা রাখলে এক ধরনের এনথেলিন গ্যাস সৃষ্টি হয়। যা সহজে সবজি নষ্ট করে দিতে পারে। তাই শসা বরং ছোট একটি পাত্রে আলাদা করে ফ্রিজে রাখুন।
কুমড়া ও আপেল : কুমড়া ও আপেল-এই দুটো জিনিস একসঙ্গে রাখবেন না। আপেল ও নাসপাতি অনেক সময় কুমড়ার জন্য ক্ষতিকর। এতে পচে যেতে পারে আপনার সাধের সবজিটি।
আলু ও মিষ্টি আলু : আলু বা মিষ্টি আলুর মতো শেকড়ওয়ালা সবজি আলাদা আলাদা কাগজের ব্যাগে ভরে রাখুন। এগুলো ফ্রিজে এগুলো না রাখাই ভালো। অল্প পরিমাণে কিনে অন্ধকার শুকনো জায়গায় রাখা অধিক উপযোগী।
আপেল ও কমলালেবু : আপেল ও কমলালেবু একসঙ্গে না রাখাই ভালো। ইথিলিন গ্যাস উৎপন্ন হয়ে পচে যেতে পারে আপনার প্রিয় ফল। অতএব এই দুইটি ফল আলাদা আলাদাভাবে রাখুন। এ ছাড়া কোনো প্লাস্টিকের ব্যাগে ফল রাখবেন না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho