Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১রবিবার , ১১ আগস্ট ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

ভারতে কুরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে যশোরের বিভিন্ন সীমান্তে সতর্কত জরি করেছে  বিজিবি

বার্তাকন্ঠ
আগস্ট ১১, ২০১৯ ৬:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

শেখ নাছির উদ্দিন।।

ভারতে কুরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে যশোরের বিভিন্ন সীমান্তে ঈদের আগেই সর্বচ্চ সতর্কত জরি করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
চামড়া পাচারের কোন চেস্টায় সফল হতে দেবেনা বলে ঘোষনাও দেয়া হয়েছে বিজিবি’র পক্ষ থেকে।

শনিবার বেনাপোলের পুটখালি, দৌলতপুর অগ্রভুলটসসহ বিভিন্ন সীমান্ত ঘুরে দেখা গেছে, বিওপি চৌকিগুলিতে দায়িত্ব পালনের পাশাপাশি পুরো সীমান্তজুড়ে টহল বাড়ানো হয়েছে এবং বাইনোকুলার দিয়ে সার্বক্ষনিক টহল পরিচালনা করছে।

টহলরত বিজিবি সদস্যদের সার্বক্ষণিক সর্তক থেকে সীমান্ত এলাকায় চামড়া পাচার না হয় ও সন্দেহভাজন ব্যক্তিদের  তল্লাশি বাড়ানো হয়েছে।সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি , সেই বিজিবি সংখ্যাও বৃদ্ধি করা হয়ছে। সন্ধ্যার পর সীমান্তে জিরো লাইনে যে কা্উকে চলাফেরার ওপর নিষেধাঞা জরি করা হয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল ইমরান জানান, তারা যে কোনভাবে চামড়া পাচার প্রতিরোধের ব্যাপারে বদ্ধ পরিকর। এ লক্ষ্য তারা নানা উদ্যোগ গ্রহন করেছেন। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।