প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ৮:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০১৯, ৬:৪৩ এ.এম
ভারতে কুরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে যশোরের বিভিন্ন সীমান্তে সতর্কত জরি করেছে বিজিবি

শেখ নাছির উদ্দিন।।
ভারতে কুরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে যশোরের বিভিন্ন সীমান্তে ঈদের আগেই সর্বচ্চ সতর্কত জরি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
চামড়া পাচারের কোন চেস্টায় সফল হতে দেবেনা বলে ঘোষনাও দেয়া হয়েছে বিজিবি'র পক্ষ থেকে।
শনিবার বেনাপোলের পুটখালি, দৌলতপুর অগ্রভুলটসসহ বিভিন্ন সীমান্ত ঘুরে দেখা গেছে, বিওপি চৌকিগুলিতে দায়িত্ব পালনের পাশাপাশি পুরো সীমান্তজুড়ে টহল বাড়ানো হয়েছে এবং বাইনোকুলার দিয়ে সার্বক্ষনিক টহল পরিচালনা করছে।
টহলরত বিজিবি সদস্যদের সার্বক্ষণিক সর্তক থেকে সীমান্ত এলাকায় চামড়া পাচার না হয় ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি বাড়ানো হয়েছে।সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি , সেই বিজিবি সংখ্যাও বৃদ্ধি করা হয়ছে। সন্ধ্যার পর সীমান্তে জিরো লাইনে যে কা্উকে চলাফেরার ওপর নিষেধাঞা জরি করা হয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল ইমরান জানান, তারা যে কোনভাবে চামড়া পাচার প্রতিরোধের ব্যাপারে বদ্ধ পরিকর। এ লক্ষ্য তারা নানা উদ্যোগ গ্রহন করেছেন। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho