শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অটোরিকশা চালককে কোপালো দুবৃত্তরা

মৌলভীবাজার প্রতিনিধিঃঃ-

পবিত্র ঈদুল আযহার দিনে এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়েছে দুবৃত্তরা। সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সিএনজি অটোরিকশা চালক ফয়ছল আহমদ বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়ছল আহমদ শহরের কুসুমবাগ সিএনজি স্টেন্ডের চালক। তিনি নারাইন পাশা গ্রামের মাহমুদ মিয়ার ছেলে। ঘটনার কিছুক্ষণ আগে হামলাকারীর সাথে আহত ফয়ছলের কথাকাটাটি হয়েছিল। পরে বাজার থেকে ফয়সল গাড়ি নিয়ে আগনসী এলাকায় আসলে কয়েকজন সন্ত্রাসী দাঁ দিয়ে ফয়ছল আহমদের উপর হামলা করে। এতে তার মাথা ও শরীরের কয়েকটি অংশে আঘাত লাগে। ওই সময় হামলাকারীদের হাতে দা ও লাঠি ছিল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
হামলাকারীর পরিচয় জানতে চাইলে ফয়ছল আহমদ বলেন, ‘সে আমাদের রোডের অন্য স্টেন্ডের সিএনজি অটো চালক। তার সাথে আমার পূর্বের কোন শত্রুতা ছিল না।’
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন সানিয়া মির্জা

অটোরিকশা চালককে কোপালো দুবৃত্তরা

প্রকাশের সময় : ১১:৩১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯

মৌলভীবাজার প্রতিনিধিঃঃ-

পবিত্র ঈদুল আযহার দিনে এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়েছে দুবৃত্তরা। সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সিএনজি অটোরিকশা চালক ফয়ছল আহমদ বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়ছল আহমদ শহরের কুসুমবাগ সিএনজি স্টেন্ডের চালক। তিনি নারাইন পাশা গ্রামের মাহমুদ মিয়ার ছেলে। ঘটনার কিছুক্ষণ আগে হামলাকারীর সাথে আহত ফয়ছলের কথাকাটাটি হয়েছিল। পরে বাজার থেকে ফয়সল গাড়ি নিয়ে আগনসী এলাকায় আসলে কয়েকজন সন্ত্রাসী দাঁ দিয়ে ফয়ছল আহমদের উপর হামলা করে। এতে তার মাথা ও শরীরের কয়েকটি অংশে আঘাত লাগে। ওই সময় হামলাকারীদের হাতে দা ও লাঠি ছিল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
হামলাকারীর পরিচয় জানতে চাইলে ফয়ছল আহমদ বলেন, ‘সে আমাদের রোডের অন্য স্টেন্ডের সিএনজি অটো চালক। তার সাথে আমার পূর্বের কোন শত্রুতা ছিল না।’
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে।’