মৌলভীবাজার প্রতিনিধিঃঃ-
পবিত্র ঈদুল আযহার দিনে এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়েছে দুবৃত্তরা। সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সিএনজি অটোরিকশা চালক ফয়ছল আহমদ বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফয়ছল আহমদ শহরের কুসুমবাগ সিএনজি স্টেন্ডের চালক। তিনি নারাইন পাশা গ্রামের মাহমুদ মিয়ার ছেলে। ঘটনার কিছুক্ষণ আগে হামলাকারীর সাথে আহত ফয়ছলের কথাকাটাটি হয়েছিল। পরে বাজার থেকে ফয়সল গাড়ি নিয়ে আগনসী এলাকায় আসলে কয়েকজন সন্ত্রাসী দাঁ দিয়ে ফয়ছল আহমদের উপর হামলা করে। এতে তার মাথা ও শরীরের কয়েকটি অংশে আঘাত লাগে। ওই সময় হামলাকারীদের হাতে দা ও লাঠি ছিল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
হামলাকারীর পরিচয় জানতে চাইলে ফয়ছল আহমদ বলেন, ‘সে আমাদের রোডের অন্য স্টেন্ডের সিএনজি অটো চালক। তার সাথে আমার পূর্বের কোন শত্রুতা ছিল না।’
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho