
জনপ্রিয় লেখক, বুদ্ধিজীবী ও অ্যাক্টিভিস্ট অরুন্ধতী রায় ভারতের দিল্লিতে বসবাসরত কাশ্মীরিদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেছেন। ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের রাজ্যসভা। এর আগে সেখানে ইতিহাসের সবচেয়ে কঠোর সামরিক পরিস্থিতি জারি করা হয়। বন্ধ রাখা হয় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট। গত নয় দিন ধরে কাশ্মীরের সঙ্গে পুরো পৃথিবীর যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।
এর মধ্যে ঈদুল আজহায় কোরবানি দিতে পারেননি বেশিরভাগ কাশ্মীরি। নামাজ পড়তেও বাধা ছিল। অবরুদ্ধ কাশ্মীরে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেননি দিল্লিসহ অন্য জায়গায় বসবাসরত শিক্ষার্থীরা।
তাদের প্রতি সংহতি জানিয়ে এক সঙ্গে ঈদের খাবার খেয়েছেন বিশ্বখ্যাত ভারতীয় লেখক অরুন্ধতী রায়। ভারতে মানবাধিকার লঙ্ঘনসহ দমনপীড়নের বিরুদ্ধে অবস্থান নেয়া পুরস্কারজয়ী এই লেখিকা এবার কাশ্মীর ইস্যুতেও সক্রিয় হয়েছেন।
সোমবার ঈদুল আজহার দিনে দিল্লিতে বসবাসরত কাশ্মীরি তরুণ-তরুণীদের সঙ্গে খাবার খান বুকারজয়ী ‘দ্য গড অব স্মল থিংস’ উপন্যাসের লেখিকা অরুন্ধতী রায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho