ক্রিকেট পাড়ায় সপ্তাহ জুড়ে আলোচিত বিষয় ছিল দুটি। এক- কে হচ্ছেন টাইগারদের নতুন কোচ। দুই- মাশরাফী বিন মোর্ত্তজা অবসর। শনিবার দুই বিষয়েরই উত্তর মিলল।
বাংলাদেশের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো। আর জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফীর অবসর নিয়ে যে গুঞ্জন বা আলোচনা, সেটি আপাতত তুলে রাখতে হচ্ছে। কেননা এখনই জিম্বাবুয়ের বিপক্ষে অবসর নেওয়ার কোন ভাবনা নেই মাশরাফীর। অবসর প্রশ্নে দুই মাস সময় চেয়েছেন নড়াইল এক্সপ্রেস।
শনিবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সংবাদ সম্মেলন যে কোচ ঘোষণার তা অনুমান করা গিয়েছিল আগেই। তবে সংবাদ সম্মেলনের আগে বিসিবি কার্যালয়ে উপস্থিত হন মাশরাফী বিন মোর্ত্তজা।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন তিনি। যেখানে জানিয়ে দেন, জিম্বাবুয়ের বিপক্ষে অবসরের ভাবনা নেই তার। পরে সংবাদ সম্মেলনে নতুন কোচ ঘোষণার সঙ্গে মাশরাফীর অবসর নিয়েও নানা আলোচনার অবসান করেন নাজমুল হাসান পাপন। এফটিপিতে আগামী বছর মে-জুনের আগে বাংলাদেশের কোনো ওয়ানডে নেই। তাই আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরই মাশরাফীর বিদায় সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি। জিম্বাবুয়ের সঙ্গে একটি ওয়ানডে সিরিজ আয়োজন করে তৈরি করা হতো মাশরাফীর বিদায় মঞ্চ।
তবে নাজমুল হাসান পাপন জানালেন, ‘একটা ওয়ানডে জিম্বাবুয়ের সঙ্গে করব কিনা, সেই ব্যাপারে ওকে (মাশরাফী) জিজ্ঞেস করেছিলাম। ও কি মনে করে। ও মনে করে যে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারবে না। দুই মাস পরে হলে সে সিদ্ধান্ত নিতে পারে যে ওর পরিকল্পনা কি। আমরা বলেছি ঠিক আছে।’
তবে মাশরাফীর কাছ থেকে এদিন বিসিবি সভাপতি শুধু তার অবসর ভাবনা জানতে চেয়েছিলেন তা নয়। মতামত নিয়েছেন কোচের বিষয়েও। বিসিবি সভাপতিই বললেন দুই কারণে এসেছিলেন মাশরাফী।যার প্রথম কারণ, ‘সাকিবের সঙ্গে আমাদের পরশু দিনের আগের দিন কথা হয়েছে। আমার সঙ্গে ও বসেছিল। ওর সঙ্গে আমি কোচ নিয়ে আলাপ করেছি। যেহেতু সে একজন অধিনায়ক। মাশরাফীও একজন অধিনায়ক, তাকেও তাই জানানো হলো।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho