Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১রবিবার , ১৮ আগস্ট ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

বলিউডের ছবির শুটিং শুরু করলেন মম

বার্তাকন্ঠ
আগস্ট ১৮, ২০১৯ ৭:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সাজ্জাদুল ইসলাম সৌরভ ।। 

খবরটা ছিলো ২০১৭ সালে। হিন্দি ছবিতে অভিনয় করবেন লাক্স তারকা জাকিয়া বারী মম। সে ছবি নির্মাণ করবেন বলিউড পরিচালক ফয়সাল সাইফ। এই নির্মাতার হাত ধরেই নায়ক নিরবের বলিউডে অভিষেক হয়েছিল ‘শয়তান’ ছবিতে। হিন্দি ছবিতে মম’র চুক্তিবদ্ধ হওয়ার খবরটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ছবির নাম ঠিক করা হয়েছিল ‘নোমান খান দ্য লিজেন্ড’। কিন্তু নানা কারণে সেই ছবির শুটিং আর হয়নি। ফলে বলিউডে মম’র অভিষিক্ত হওয়াটা অধরা স্বপ্ন হয়েই ছিল।
তবে দীর্ঘ দুই বছর পর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিলো। হিন্দি ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন মিষ্টি হাসির অভিনেত্রী মম। তবে ছবির পরিচালনায় ফয়সাল নয়, আছেন সামির খান নামের একজন নির্মাতা। ফয়সাল সাইফ এখানে সহকারী প্রযোজক। ছবির নাম বদলে হয়েছে ‘ম্যাক্স কি গান’। মম নিজে ফেসবুকে তার হিন্দি ছবির শুটিংয়ের খবর জানিয়েছেন। ছবিও পোস্ট করেছেন। তিনি জানান, ছবির শুটিং শুরু হয়েছে ভুটানে। এই ছবিতেই সিবিআই অফিসার হিসেবে দেখা যাবে মমকে। তার চরিত্রের নাম জাকিয়া খান। বাংলাদেশ থেকে মম ছাড়াও বলিউডের এই ছবিতে অভিনয় করছেন ভারত ও ভুটানের বেশ কয়েকজন নামি অভিনেতা। তাদের মধ্যে উল্লেখযোগ্য সোনম ম্যাকি পেনজোর, কবিতা রাধেশ্যাম, নিশাত পাণ্ডে ও অমিতা নানজিয়া। প্রসঙ্গত, ‘দারুচিনি দ্বীপ’ দিয়ে চলচ্চিত্রে পা রাখা জাকিয়া বারী মম এ পর্যন্ত বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।