Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১রবিবার , ১৮ আগস্ট ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

রাতে রোদ চশমা পরে ট্রলের শিকার ক্যাটরিনা

বার্তাকন্ঠ
আগস্ট ১৮, ২০১৯ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

নুরুল ইসলাম ।। 
ক্যাটরিনা কাইফ। বলিউডের ফ্যাশন সচেতন এই নায়িকা এবার ট্রলের শিকার হলেন ফ্যাশনের কারণেই। জানা যায়, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা আইফা’র সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সেই পারফরম্যান্সের ছবি শুক্রবার তিনি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তার পরই ভাইরাল হয়েছে সেই পোস্ট। আর সেই পোস্টের জন্য ট্রোলড হতে হল বলিউডের শীলাকে।

ইনস্টাগ্রাম থেকে আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে নিজের পারফরম্যান্সের ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছেন, ‘আইফার ২০ বছরের অনুষ্ঠানে মুম্বাইয়ে। আইফার মঞ্চে অনুষ্ঠান আমাকে সব সময় উদ্বুদ্ধ করে।’

শুক্রবার নিজের শেয়ার করা সেই ছবিতে ক্যাটরিনাকে দেখা যাচ্ছে সানগ্লাস পরে নাচ করতে। রাতের বেলা রোদ চশমা পরার জন্যই ক্যাটরিনাকে ট্রোলড করেন অভিনেতা অর্জুন কাপুর। তার পর বিষয়টি নিয়ে হাসাহাসিতে মাতেন নেটিজেনরাও।

কিন্তু আইফার ওই অনুষ্ঠানে ‘কালা চশমা’ গানে পারফরম্যান্স করার জন্যই সানগ্লাস পরেছিলেন ক্যাটরিনা। কিন্তু তবুও তিনি ট্রোলড হয়েছেন নেট দুনিয়ায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।