
তানজীর মহসিন ।।
বেনাপোল কাস্টম হাউসের পক্ষ থেকে আন্তর্জাতিক চেকপোস্টে আপনাকে স্বাগত।
• চেকপোস্ট ও প্যাসেঞ্জার টার্মিনাল সরকারের সংরক্ষিত এলাকা। এর মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা আমাদের দায়িত্ব।
• এখানে কেবল পাসপোর্টধারী বৈধ যাত্রী, কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তি প্রবেশ করতে পারবেন।
• আপনার পাসপোর্ট নিজের কাছে রাখুন। পাসপোর্ট কারো হাতে দেবেন না।
• চেকপোস্টে কাস্টমস ও ইমিগ্রেশন বিনামূল্যে সেবা দেয়। কেউ টাকা দাবী করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
• নিজের কাজ নিজেই সম্পন্ন করুন।
• অপরিচিত ও সুযোগসন্ধানী ব্যক্তি থেকে দূরে থাকুন।
• আপনার মালামাল ও ব্যাগেজ নিজ হেফাজতে রাখুন।
• আপনার জিজ্ঞাসা, সমস্যা ও অভিযোগ কর্তব্যরত রাজস্ব কর্মকর্তাকে জানান।
ভারতগামী যাত্রীগণ বিশেষভাবে লক্ষ্য করুনঃ
• ব্যাংকের বুথ থেকে ভ্রমণকর ও টার্মিনাল চার্জ রশিদ সংগ্রহ করুন।
• প্রদর্শনের জন্য পাসপোর্ট ও রশিদ আপনার হাতে রাখুন।
• ইমিগ্রেশন লাউঞ্জে প্রবেশের পূর্বে কাস্টমস বহির্গমন হলে চেকিং সম্পন্ন করুন।
• পাসপোর্টে ইমিগ্রেশন সীল গ্রহণ করুন।
• সীমান্ত ত্যাগের পূর্বে সীলের পাতাটি প্রবেশপথে ভারতীয় কর্তৃপক্ষের দেখার জন্য খুলে রাখুন।
ভারত থেকে আগত যাত্রীগণ বিশেষভাবে লক্ষ্য করুনঃ
• চেকপোস্টে প্রবেশের আগে আপনার মালামাল ও পাসপোর্ট যথাস্থানে আছে কি-না দেখে নিন।
• ইমিগ্রেশন সীল গ্রহণের জন্য এসে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ান।
• পাসপোর্টে ইমিগ্রেশনের আগমনী সীল গ্রহণের পর কাস্টমস হলে আপনার কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন করুন।
• ব্যাগেজ রুলস জেনে নিন ও মেনে চলুন।
• জাতীয় রাজস্ব বোর্ড সহজ ব্যাগেজ রুলস প্রদান করেছে।
• শুল্ক-করযোগ্য মালামাল থাকলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ঘোষনা দিন।
আসুন, আইন জানি, আইন মানি, অন্যকে আইন মানতে অনুপ্রাণিত করি। সুনাগরিক দেশের সম্পদ।
চেকপোস্টের সেবা গ্রহণের জন্য আপনাকে সকৃতজ্ঞ ধন্যবাদ।