বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতগামী যাত্রীদের জন্য কাস্টমস’র দিক নির্দেশনা

  তানজীর মহসিন ।।   

বেনাপোল কাস্টম হাউসের পক্ষ থেকে আন্তর্জাতিক চেকপোস্টে আপনাকে স্বাগত।
• চেকপোস্ট ও প্যাসেঞ্জার টার্মিনাল সরকারের সংরক্ষিত এলাকা। এর মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা আমাদের দায়িত্ব।
• এখানে কেবল পাসপোর্টধারী বৈধ যাত্রী, কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তি প্রবেশ করতে পারবেন।
• আপনার পাসপোর্ট নিজের কাছে রাখুন। পাসপোর্ট কারো হাতে দেবেন না।
• চেকপোস্টে কাস্টমস ও ইমিগ্রেশন বিনামূল্যে সেবা দেয়। কেউ টাকা দাবী করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
• নিজের কাজ নিজেই সম্পন্ন করুন।
• অপরিচিত ও সুযোগসন্ধানী ব্যক্তি থেকে দূরে থাকুন।
• আপনার মালামাল ও ব্যাগেজ নিজ হেফাজতে রাখুন।
• আপনার জিজ্ঞাসা, সমস্যা ও অভিযোগ কর্তব্যরত রাজস্ব কর্মকর্তাকে জানান।

ভারতগামী যাত্রীগণ বিশেষভাবে লক্ষ্য করুনঃ
• ব্যাংকের বুথ থেকে ভ্রমণকর ও টার্মিনাল চার্জ রশিদ সংগ্রহ করুন।
• প্রদর্শনের জন্য পাসপোর্ট ও রশিদ আপনার হাতে রাখুন।
• ইমিগ্রেশন লাউঞ্জে প্রবেশের পূর্বে কাস্টমস বহির্গমন হলে চেকিং সম্পন্ন করুন।
• পাসপোর্টে ইমিগ্রেশন সীল গ্রহণ করুন।
• সীমান্ত ত্যাগের পূর্বে সীলের পাতাটি প্রবেশপথে ভারতীয় কর্তৃপক্ষের দেখার জন্য খুলে রাখুন।

ভারত থেকে আগত যাত্রীগণ বিশেষভাবে লক্ষ্য করুনঃ
• চেকপোস্টে প্রবেশের আগে আপনার মালামাল ও পাসপোর্ট যথাস্থানে আছে কি-না দেখে নিন।
• ইমিগ্রেশন সীল গ্রহণের জন্য এসে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ান।
• পাসপোর্টে ইমিগ্রেশনের আগমনী সীল গ্রহণের পর কাস্টমস হলে আপনার কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন করুন।
• ব্যাগেজ রুলস জেনে নিন ও মেনে চলুন।
• জাতীয় রাজস্ব বোর্ড সহজ ব্যাগেজ রুলস প্রদান করেছে।
• শুল্ক-করযোগ্য মালামাল থাকলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ঘোষনা দিন।

আসুন, আইন জানি, আইন মানি, অন্যকে আইন মানতে অনুপ্রাণিত করি। সুনাগরিক দেশের সম্পদ।

চেকপোস্টের সেবা গ্রহণের জন্য আপনাকে সকৃতজ্ঞ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতগামী যাত্রীদের জন্য কাস্টমস’র দিক নির্দেশনা

প্রকাশের সময় : ০৮:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯

  তানজীর মহসিন ।।   

বেনাপোল কাস্টম হাউসের পক্ষ থেকে আন্তর্জাতিক চেকপোস্টে আপনাকে স্বাগত।
• চেকপোস্ট ও প্যাসেঞ্জার টার্মিনাল সরকারের সংরক্ষিত এলাকা। এর মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা আমাদের দায়িত্ব।
• এখানে কেবল পাসপোর্টধারী বৈধ যাত্রী, কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তি প্রবেশ করতে পারবেন।
• আপনার পাসপোর্ট নিজের কাছে রাখুন। পাসপোর্ট কারো হাতে দেবেন না।
• চেকপোস্টে কাস্টমস ও ইমিগ্রেশন বিনামূল্যে সেবা দেয়। কেউ টাকা দাবী করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
• নিজের কাজ নিজেই সম্পন্ন করুন।
• অপরিচিত ও সুযোগসন্ধানী ব্যক্তি থেকে দূরে থাকুন।
• আপনার মালামাল ও ব্যাগেজ নিজ হেফাজতে রাখুন।
• আপনার জিজ্ঞাসা, সমস্যা ও অভিযোগ কর্তব্যরত রাজস্ব কর্মকর্তাকে জানান।

ভারতগামী যাত্রীগণ বিশেষভাবে লক্ষ্য করুনঃ
• ব্যাংকের বুথ থেকে ভ্রমণকর ও টার্মিনাল চার্জ রশিদ সংগ্রহ করুন।
• প্রদর্শনের জন্য পাসপোর্ট ও রশিদ আপনার হাতে রাখুন।
• ইমিগ্রেশন লাউঞ্জে প্রবেশের পূর্বে কাস্টমস বহির্গমন হলে চেকিং সম্পন্ন করুন।
• পাসপোর্টে ইমিগ্রেশন সীল গ্রহণ করুন।
• সীমান্ত ত্যাগের পূর্বে সীলের পাতাটি প্রবেশপথে ভারতীয় কর্তৃপক্ষের দেখার জন্য খুলে রাখুন।

ভারত থেকে আগত যাত্রীগণ বিশেষভাবে লক্ষ্য করুনঃ
• চেকপোস্টে প্রবেশের আগে আপনার মালামাল ও পাসপোর্ট যথাস্থানে আছে কি-না দেখে নিন।
• ইমিগ্রেশন সীল গ্রহণের জন্য এসে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ান।
• পাসপোর্টে ইমিগ্রেশনের আগমনী সীল গ্রহণের পর কাস্টমস হলে আপনার কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন করুন।
• ব্যাগেজ রুলস জেনে নিন ও মেনে চলুন।
• জাতীয় রাজস্ব বোর্ড সহজ ব্যাগেজ রুলস প্রদান করেছে।
• শুল্ক-করযোগ্য মালামাল থাকলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ঘোষনা দিন।

আসুন, আইন জানি, আইন মানি, অন্যকে আইন মানতে অনুপ্রাণিত করি। সুনাগরিক দেশের সম্পদ।

চেকপোস্টের সেবা গ্রহণের জন্য আপনাকে সকৃতজ্ঞ ধন্যবাদ।