প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৮:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০১৯, ১:৪৩ পি.এম
আশাশুনি সাতক্ষীরা সড়কের চরম দুরাবস্থা ॥ জনভোগান্তি চরমে
![]()
মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃ
আশাশুনি টু সাতক্ষীরা সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় জন ভোগান্তি চরম আকার ধারণ করেছে। ফলে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা কবলিত হয়ে মানুষ ও যানবাহন নাস্তানাবুদ হয়ে যাচ্ছে।
আশাশুনি সাতক্ষীরা সড়কের ২৪ কিঃমিঃ পথের মধ্যে বড় অংশ যানবাহন চলাচলের অনুপাযোগি হয়ে পড়েছে। সড়কের কিছু কিছু স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে বৃষ্টির পানি জমে অবস্থার চরম অবনতি সৃষ্টি করেছে। যানবাহন ও পথচারী চলাচলে চরম বিপত্তি সৃষ্টি হচ্ছে। যানবাহন গর্তে পড়ে প্রচন্ড ঝাকুনির সৃষ্টি করায় যাত্রীদেরকে নাজেহাল করে তুলছে। যানবাহনের চাকার ধাক্কায় সড়কের ময়লা পানি ও কাদামাটিতে পাশের যানবাহনের যাত্রী, চালক ও পথচারীদের গোসল করিয়ে দিচ্ছে। এভাবে চলতে থাকলে দু’দশ দিনের মধ্যে সড়কগুলো চলাচল অনুপযোগি হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া সড়কের উপর ইট বালি, খোয়া রেখে সংকুচিত করার কারনে সড়ক বিনষ্ট ও যানবাহন চলাচল চরম ভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বাজার এলাকার সড়কগুলো পানি নিস্কাশস ব্যবস্থা যথাযথ না থাকায় বর্ষার পানিতে ভাঙ্গা রাস্তা ভরে থাকায় রাস্তাগুলো খাল-নদীর মত অবস্থা করে রেখেছে। অবিলম্বে সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কার করার জন্য জোর দাবী জানান হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho