বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইরান ব্যাভার-৩৭৩ ক্ষেপণাস্ত্রের শুভ উদ্বোধন করলো

A handout picture provided by the Iranian presidential office shows Iranian-made air defence missile system Bavar 373 ("believe" in farsi) during a ceremony in Tehran on August 22, 2019. (Photo by HO / Iranian Presidency / AFP) / == RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / HO / IRANIAN PRESIDENCY " - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS ==

নুরুজ্জামান লিটন ।।

ঘরোয়াভাবে নির্মিত দীর্ঘপাল্লার এবং বহন করার মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আরব নিউজ এমন খবর দিয়েছে।

এমন একসময় এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদর্শন করা হলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমে বাড়ছে।

গত জুনে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন সামরিক নজরদারি ড্রোন ধ্বংস করেছে তেহরান। তখন ইরান দাবি করে, ওই ড্রোনটি তাদের ভূখণ্ডে অবৈধভাবে ঢুকে পড়েছিল।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বলেন, এই দীর্ঘপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৩০০ কিলোমিটারের মধ্যে আমরা লক্ষ্যবস্তু কিংবা বিমানকে খুঁজে বের করতে পারব এবং ২০০ কিলোমিটারের মধ্যে আসলেই তা ধ্বংস করা সম্ভব হবে।

পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা বলেন, ইরান প্রায়ই তাদের অস্ত্রের সক্ষমতার কথা বাড়িয়ে প্রচার করে। যদিও দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

ইরান ব্যাভার-৩৭৩ ক্ষেপণাস্ত্রের শুভ উদ্বোধন করলো

প্রকাশের সময় : ০৪:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯
নুরুজ্জামান লিটন ।।

ঘরোয়াভাবে নির্মিত দীর্ঘপাল্লার এবং বহন করার মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আরব নিউজ এমন খবর দিয়েছে।

এমন একসময় এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদর্শন করা হলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমে বাড়ছে।

গত জুনে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন সামরিক নজরদারি ড্রোন ধ্বংস করেছে তেহরান। তখন ইরান দাবি করে, ওই ড্রোনটি তাদের ভূখণ্ডে অবৈধভাবে ঢুকে পড়েছিল।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বলেন, এই দীর্ঘপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৩০০ কিলোমিটারের মধ্যে আমরা লক্ষ্যবস্তু কিংবা বিমানকে খুঁজে বের করতে পারব এবং ২০০ কিলোমিটারের মধ্যে আসলেই তা ধ্বংস করা সম্ভব হবে।

পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা বলেন, ইরান প্রায়ই তাদের অস্ত্রের সক্ষমতার কথা বাড়িয়ে প্রচার করে। যদিও দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।