আলহাজ্ব মতিয়ার রহমান ।।
অনিয়মের অভিযোগ ওঠায় হাইকোর্টের তিন বিচারপতিকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিয়মিত বেঞ্চের তালিকায় অন্য বিচারপতিদের নাম থাকলেও এই তিন বিচারপতির নাম ছিল না। সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান সাংবাদিকদের জানান, তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির পরামর্শক্রমে তাদের বিচারকার্য থেকে বিরত রাখার সিদ্ধান্তের ওই তিন বিচারপতিকে অবহিত করা হয়। এরপর তারা ছুটি প্রার্থনা করেন। ছুটি মঞ্জুর প্রক্রিয়াধীন।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, অনিয়মের অভিযোগ ওঠায় এই তিন বিচারপতিকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।