সেলিম রেজা ।।
শুক্রবার দৌলতপুর বিওপি’র টহল দল অভিযান চালিয়ে এসব মালামালসহ তাকে আটক করে। আটক শামছুল বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী পূর্বপাড়া গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, ৫/৬ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল বাইসাইকেল যোগে ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এমন সংবাদ পেয়ে বিজিবি খলশী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার পিচ বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ, ৩ হাজার ১৯০ প্যাকেট আতশ বাজি এবং ০৬ বাইসাইকেলসহ শামছুলকে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামী ও অন্যান্য মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।