Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ২৩ আগস্ট ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

বেনাপোলে বিজিবির অভিযান ভারতীয় মালামালসহ আটক-১

বার্তাকন্ঠ
আগস্ট ২৩, ২০১৯ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সেলিম রেজা ।। 
বেনাপোল বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, ৩১৯০ প্যাকেট আতশবাজি, ০৬ টি বাইসাইকেল ও ৩০ বোতল ফেন্সিডিলসহ শামছুল হক (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার   দৌলতপুর বিওপি’র টহল দল অভিযান চালিয়ে এসব মালামালসহ তাকে আটক করে। আটক শামছুল বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী পূর্বপাড়া গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, ৫/৬ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল বাইসাইকেল যোগে ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এমন সংবাদ পেয়ে বিজিবি  খলশী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার পিচ  বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ, ৩ হাজার ১৯০ প্যাকেট আতশ বাজি এবং ০৬ বাইসাইকেলসহ শামছুলকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামী ও অন্যান্য মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।