রোকনুজ্জামান রিপন ।।
আবারও লজ্জার রেকর্ড গড়ল ইংল্যান্ড। সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপ প্রথম চ্যাম্পিয়ন হওয়া দলটি টেস্ট ক্রিকেট খেলতে নেমেই জুলাই মাসে আয়ারল্যান্ডের মতো তরুণ দলের বিপক্ষে ৮৫ রানে অলআউটের লজ্জায় পড়েছিল।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮০ রানের নিচে এ নিয়ে ২২বার অলআউটের লজ্জায় পড়ল ইংল্যান্ড। টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৪৩ রান। ২০১৮ সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে এমন লজ্জায় পড়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। তবে ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন ২৬ রানে অলআউটের লজ্জার রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের।
শুক্রবার ইংল্যান্ডের লিডসে চলমান অ্যাশেজ সিরিজের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলেউড ও পেট কামিন্সের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৬৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করার সুযোগ পান জো ডেনলি। এছাড়া ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।
অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজলেউড ১২.৫ ওভারে মাত্র ৩০ রানে ৫ উইকেট শিকার করেন। এছাড়া ৯ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন পেট কামিন্স। ৫ ওভারে ৯ রানে ২ উইকেট শিকার করেন পেসার জেমস পেটিনসন।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলায় অস্ট্রেলিয়ার করা ১৭৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৬৭ রানের লজ্জায় পড়ে যায় জো রুটের নেতৃত্বাধীন স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট দল।