বিলাসবহুল বাড়িটিতে তার ব্যক্তিগত গ্রন্থাগার আছে, বার আছে। আছে নিজের সুন্দর শোয়ার ঘর। জুতা রাখার জন্য রয়েছে বিশেষ ওয়ার্ডরোব। কাজলের বাড়ির নানা অজানা বর্ণনা করেন নিজ মুখে। বাড়িটি দেখে যে কারও লোভ হবে একবার ঘুরে আসার।
সম্রাট আকবর ।।
দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা কাজল আগরওয়াল। ফ্যাশন সচেতন এ নায়িকা নিজের বাড়িটিও সাজিয়ে রেখেছেন খুব সুন্দর করে। সম্প্রতি একটি রঙের ব্র্যান্ড কাজলের বিলাসবহুল বাড়ির ভেতরের দৃশ্য প্রকাশ করেছে। তাদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সাদা টপ আর হলুদ পায়জামা পরে নিজের বাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দেন কাজল। বলে যান নিজের বাড়ির গল্পও।